সম্প্রতি চায়না মার্কেটে লঞ্চ করেছে Vivo iQoo Neo 10 Pro. আজকে আমরা এর দাম সম্পর্কে জানব।
Vivo iQoo Neo 10 Pro বাংলাদেশে দাম?
Vivo iQoo Neo 10 Pro বর্তমানে তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 1TB/512GB/256G রম এবং 12/16 জিবি র্যাম। প্রথম ভেরিয়েন্ট হল ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম, দ্বিতীয় ভেরিয়েন্ট হল ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি র্যাম এবং তিন নাম্বার ভেরিয়েন্ট হল ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট রম। এর দাম বাংলাদেশ মার্কেটে ৬০০০০৳ (Expected)

Vivo iQoo Neo 10 Pro Specifications in Bangladesh
Vivo iQOO Neo10 Pro (China) Specifications:
- Model Number: 2426A
- Launch Date: November 2024
- Dimensions: 162.9 x 75.4 x 8 mm
- Weight: 199 grams
Display:
- Size: 6.78 inches
- Type: LTPO AMOLED
- Resolution: 1260 x 2800 pixels
- Protection: Unknown
Performance:
- Chipset: MediaTek Dimensity 9400 (3 nm)
- CPU: Octa-core (1×3.63 GHz Cortex-X925 & 3×3.3 GHz Cortex-X4 & 4×2.4 GHz Cortex-A720)
- Operating System: Android 15
Camera:
- Rear Cameras:
- 50MP Wide
- 50MP Ultrawide
- Front Camera: 16MP (Inside the notch)
- Video Recording: 8K, 4K, 1080p, gyro-EIS
Storage and RAM Options:
- RAM: 12GB, 16GB
- Internal Storage: 256GB, 1TB
- Expandable Storage: No microSD support
Battery:
- Capacity: 6100mAh
- Fast Charging: 120W
Connectivity:
- SIM: Dual Nano-SIM
- Network: 2G, 3G, 4G, 5G support
- WLAN: Yes
- Bluetooth: Yes
- USB: Yes
Security:
- Fingerprint Sensor: Under-display
iQoo Neo 10 Pro HighLights in Bangladesh
Vivo iQoo Neo 10 Pro মোবাইলে থাকছে ৬১০০mAh এর ব্যাটারি যা ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং দিয়ে খুব দ্রুত চার্জ করা যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ এবং প্রসেসর থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০(3nm)
iQoo Neo 10 Pro চায়না মার্কেটে নভেম্বর ২০২৪ এ লঞ্চ করা হয়েছে। ডিসপ্লে হিসেবে থাকছে LTPO Amoled ডিসপ্লে যার রেজুলেশিন ১২৮০*২৮০০ পিক্সেল। পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটাপ। ৫০+৫০ মেগা পিক্সেল যার মধ্যে ৫০ মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলে এবং ৫০ মেগা পিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।
সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল এর আন্ডার ডিসপ্লে নটছ সেলফি ক্যামেরা। এই মোবাইল দিয়ে ১০৮০ পিক্সেল, ৪কে সহ সর্বোচ্চ ৮কে ভিডিও রেকর্ড করা যাবে।
যেমনটা আমি আপনাদের আগেই জানিয়েছি যে এই মোবাইল এর তিনটি ভেরিয়েন্ট থাকছে (12/16GB/256GB/1TB)। এই মোবাইলে ইন ডিসপ্লে ফিংগার প্রিন্ট রয়েছে। ব্যাটারি হিসেবে থাকছে ৬১০০mAh এর ব্যাটারি এবং ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা।
নোট: এই পোস্ট এর সকল তথ্যগুলো ব্রান্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তাই মোবাইল কেনার আগে অবশ্যই সঠিক দাম ও তথ্য ব্রান্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন।